মার্চ ২৫, ২০২৫
Home » আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
unnamed (2) (1)

মোঃ শহিদুল ইসলাম,আটোয়ারীপঞ্চগড় প্রতিনিধি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে ৩৫টি ইভেন্টের ওপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরমিন পারভীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী

অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ ফয়সাল, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ

আলী, সা. সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করে ইউএনও বলেন, এই সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের খেলাধূলা, উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলার স্টল ও বিতর্ক প্রতিযোগিতা আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন,শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা রাখে খেলাধূলা। খেলাধূলা শিশুদের

শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধূলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধূলার ভূমিকা অনস্বীকার্য। এসময় শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে বিদ্যালয়ের কিছু সমস্যা সমাধানের মৌখিক দাবী জানায়। প্রধান অতিথি দাবীগুলো ক্রমান্বয়ে সমাধানের আশস দেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *