মার্চ ২১, ২০২৫
Home » কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
WhatsApp Image 2025-02-01 at 14.15.48_187b8bd6

মোঃ মাঈন উদ্দিন, সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বাদাম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আরমান হোসেন (১৯) নামে এক এক কলেজ শিক্ষার্থী মারা গেছে। নিহত কলেজ শিক্ষার্থী আরমান উপজেলার চর জুবিলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের সাবেদ আলী মেম্বার বাড়ীর মোঃ খলিলুর রহমানের ছোট ছেলে।

নিহতের পিতা খলিলুর রহমান প্রতিবেদককে জানিয়েছে, আরমান তার চার সন্তানের সবচেয়ে ছোট ছেলে। সে শনিবার (১লা ফেব্রুয়ারী) ১১টার সময় বাড়ির বাদাম গাছের উঠে ডাল-পালা পরিস্কার করার জন্য। হঠাৎ গাছের ডাল ভেঙ্গে আরমান নিছে পড়ে যায় । এসময় দ্রুত আরমানকে স্থানীয় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত আরমান উপজেলার সৈকত সরকারি কলেজের এইচএসসি মানবিক বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, আরমানকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল। এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, থানায় এ বিষয়ে কোন অভিযোগ করেননি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *