

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা মোঃ রাশেদুল ইসলাম (৩৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট সেনা ক্যা ম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে কুমিল্লার দেবীদ্বার উপজে লার বারেরা গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে রাশেদুল ইসলামকে আটক করে। পরিবারের অভিযোগ, আটকের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং পরদিন সকালে কুমিল্লা সদর হাসপাতালে তার মৃত্যুর খবর জানানো হয়।
যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা দ্রুত তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা এ ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ দাবি করে নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।