প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ণ
জামালপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ ৪ জন নিহত হয়েছে

মোঃরাকিব হাসান, জামালপুর
জামালপুর দিগপাইদ উপশহরের কাছাকাছি ট্রাক সি এন জি অটোরক্সা মুখোমুখি সংঘর্ষে ৪,জন ২,নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি )রাতে জামালপুর সদরের উপশহর দিগপাইদ ও সরিষাবাড়ি উপজেলার সিমান্ত বর্তি এলাকায় ট্রাক ও সি এন জি মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও ২ জন আহত হয়।
দূর্ঘটনার বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চান মিয়া জানান সন্ধ্যা ৭টার দিকে মধুপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি সি এন জি অটোরিক্সার সাথে সরিষাবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্য যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সি এন জির ড্রাইভার সহ মোট ৪জন নিহত ও দুই আহত হয়,এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন,জামালপুর সদরের কামালখান মোড় এলাকার বাসিন্দা সি এন জি চালক আব্দুর রাজ্জাক পৌরসভার গেট পাড়ের মোঃ আঃ করিম (আলাল) এবং সরিষাবাড়ির আরিফুল ইসলাম(৩৫) ও আলম মিয়া।আহতরা হলেন সরিষাবাড়ি উপজেলার নলদাই এলাকার আমজাদ হোসেন(৫৫)ও তার ছেলে এনামুল (২২)। এর মধ্যে আমজাদ হোসেনের অবস্থা সঙ্কটাপন্ন। নিহতদের ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনার স্থল থেকে ঘাতক ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায়।

Design and Developed by: Manobadhikar IT