মার্চ ২১, ২০২৫
Home » দেবহাটার কোমরপুর রাসুলুল্লাহ (সাঃ) নামে কটুক্তি বক্তব্য দেওয়ার প্রতিবাদ মিছিল 
NBN

আবুল হাসান, স্টাফ রিপোর্টার

৩১ জানুয়ারী জুমাবাদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর প্রতিবাদ ও আলোচনা। ২৭ শে জানুয়ারী কোমরপুর কাদেরিয়া জামে মসজিদে মেরাজ নাম করে দোয়া মাহফিলের আয়োজন ছিলো। পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আমিনুর রহিম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। সুপারের বক্তব্য শেষে কুতুবউদ্দিন কতৃক বক্তব্য দেন।
তার বক্তব্য তিনি বক্তব্যে বলেন ,রাসুলুল্লাহ (সঃ)স্ত্রী কতজনও রাসুলুল্লাহ (সাঃ) নামে মন্তব্যকর বক্তব্য রাখেন। সেই বক্তব্য দেওয়ায় হাজারও জনসা ধারণও মুসল্লিরা প্রতিবাদও বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেবহাটা থানা অফিসার ইন চার্জ হযরত আলী ঘটনা স্থালে ফোঁস সহ-উপস্থিত হয়। উপস্থিত সকল প্রতিবাদকারী জনসাধারণ ও মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ হযরত আলী। উপস্থিত সকলের দাবী কুতুবউদ্দিন কাদেরিয়া কে অবিলম্বে গ্রেফতারের। ক্যাপশান-প্রতিবাদে ইমামদের বক্তব্য-অফিসার ইনচার্জের বক্তব্য।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *