মার্চ ২৫, ২০২৫
Home » ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন সৈয়্যদ মো:মাসুদ 
1000069251

মো:আজগর আলী, ফটিকছড়ি চট্টগ্রাম  

চট্রগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ির উপজেলার বিশিষ্ট সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি প্রভাষক সৈয়্যদ মোহাম্মদ মাসুদ সভাপতি ও দৈনিক কালের কন্ঠের উপজেলা  প্রতিনিধি আবু এখলাস ঝিনুক সাধারণ  সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী)সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত  চলে।দুপুর ২টায়  সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহে দুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক পদে আবু এখলাছ ঝিনুকের নাম ঘোষণা করা হয়।
সিনিয়র সহ সভাপতি এস এম মোরশেদ মুন্না, সহ সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ সম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য পদে সদস্য কামাল উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ ও দৌলত শওকত জয় লাভ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *