এপ্রিল ২৭, ২০২৫
Home » ফরিদপুরে রিক্সা চালক ফরহাদকে হত্যা 
৮৮৮৮

বিপ্লব কুমার দাস, নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে রিকশা চালক ফরহাদের সন্তানের মুখ দেখা হলোনা‌। একদল দুর্বৃত্তকারীরা রিকশা চালক ফরহাদকে হত্যা করে রিক্সা ছিনতাই করে নিয়ে যায়‌। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হাতেম খার পাড়ার মরহুম হাকি মোল্লার পুকুর পারে এ হত্যাকন্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত নয়টা থেকে দশটার দিকে (আনুমানিক) এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
এসময় নিহতের স্বজনরা জানান, রিক্সা চালকের নাম ফরহাদ মোল্লা, তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দের পাচুরিয়া আন্ধারমানিক এলাকার সাত্তার প্রামানিক এর ছেলে। রিকশা চালক ফরহাদ এক বছর আগে বিয়ে করেছেন। বিয়ের পর থেকে সে রিকশা চালায়। নিহত তো রিকশা চালক ফরহাদ পূর্বে ঢাকায় গার্মেন্টের্সে চাকরি করতেন বলে জানান। এসময় নিহত ফরহাদের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন আমি গর্ভধারিনী
আমার স্বামী সন্তানের মুখ দেখার আগেই চলে যেতে হলো প্রত্যক্ষ্যদর্শী এলাকাবাসীরা বলেন,শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে হাকি মোল্লার পুকুরের পাশে ফসলি জমিতে একটি মুঠোফোন কুড়িয়ে পান একজন মহিলা। সেই ফোনে ফরহাদের পরিবার কল দিলে সে ঠিকানা দেন। সেই স্থানের একটু পাশে ফরহাদের ফুল প্যান্ট ও স্যান্ডেল দেখে সকলে মিলে খোজাখুজি করে পরিত্যাক্ত কলা গাছের স্তুপের নিচে ফরহাদের মৃতদেহ খুজে পান স্বজনেরা।
এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের এসআই শক্তিপদ মৃধা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বৃহস্পতিবার রাত নয়টা থেকে দশটার দিকে (আনুমানিক) এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় এটা রিক্সা ছিনতাই করে হত্যা বলে মনে হচ্ছে। সিআইডির ফরেনসিক টিম ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসছে। তদন্তর পর আসল ঘটনা জানা জাবে বলে জানান।এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হবে।ময়না তদন্তের শেষে নিহত ফরহাদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানা পুলিশ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *