

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মাধারীপুর: মাধারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ।
নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী, তবে সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই ফলাফলকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দলের জন্য বড় সফলতা হিসেবে দেখছেন। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল করেন এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করেন।
আইনজীবী সমিতির নির্বাচনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দলীয় অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে, বিরোধী শিবির এই ফলাফলকে তাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
এ বিষয়ে মাধারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত প্রার্থী বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত। আমরা আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করব। মাধারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের এই ফলাফল স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক গুরুত্ব বহন করবে বলে ধারণা করা হচ্ছে।