

শেখ শহিদুল ইসলাম মিঠু,ব্যূরো প্রধান খুলনা
খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে শনিবার (১ ফেব্রুয়ারি) এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগান নিয়ে শুরু হওয়ার বই মেলা চলবে ফেব্রুয়ারি মাসজুড়ে, বইমেলা প্রতিদিন সকাল থেকে রাত ৯ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে, থাকবে মেলা মঞ্চে নানা আয়োজন, জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়েছে, এবারের বইমেলায় রয়েছে ১০০
টি স্টল, ইতিমধ্য সবগুলো স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে মেলাতে ঘিরে সিসি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা থাকছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে একুশে বইমেলা উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, এতে বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ হুমায়ুন কবীর ও সভাপতিত্ব
করবেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখবেন একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সহকারি গণ গ্রন্থাগারের উপপরিচালক মোঃ হামিদুর রহমান, একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সহকারি গণগ্রন্থাগারের উপর পরিচালক মোঃ হামিদুর রহমান বলেন, বইমেলায় খুলনা, ঢাকা, চট্টগ্রাম রাজশাহী, সহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতাদের স্টল
থাকছে, এবারের মেলায় সর্বমোট ১০০ স্টল থাকবে, এর মধ্য ৮৫ দিন স্টলে শুধুই বই থাকবে, বাকি ১৫ টি স্টলে ক্ষুদ্র ও কুঠির শিল্প এবং খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে, থাকছে কবি সাহিত্যিকদের আড্ডা স্থল লেখক কুঞ্জ, সাংবাঁদিকদের জন্য মিডিয়া স্টল থাকছে এরই মধ্য সবগুলো স্টল বরাদ্দ হয়েছে, আরো ও চাহিদা রয়েছে, তিনি বলেন, এবারের আকর্ষণ থাকছে জুলাই -আগস্ট মঞ্চ সেইসঙ্গে প্রতিবারের ন্যায়
এবারও থাকছে অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ, সেখানে মাসব্যাপী নানা আয়োজন রয়েছে, এবার মোটরসাইকেলের ব্যবহারকারীদের জন্য ফ্রি গ্যারেজের ব্যবস্থা রাখা হয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের একুশে বইমেলা সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী