

মো:আজগর আলী,চট্টগ্রাম
চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আল্লামা সাঈদী (রহঃ) স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ৫দিন ব্যাপি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ৩১জানুয়ারী শুক্রবার আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।শেষ দিন তাফসির মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী।

১৮ বছর পর পুনরায় প্রাণ ফিরে পেলো এই মাহফিল।তাফসীর জগতের ইতিহাসে শুক্রবার ছিলো স্মরণীয় দিন।লক্ষ জনতার উপস্থিতিতি ছিলো মাহফিলে, মূল পেনডেল প্যারেড ময়দানে হলেও আশপাশে কোথাও তিল ধারণের ঠাঁই ছিলনা, ঐতিহাসিক এই মাহফিলে মুনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেম আওলাদে রাসুল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।