

বিশেষ প্রতিনিধি
আজ ৩রা ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ সোমবার যশোর সুপারি বাগানে স্টুডেন্ট ক্লাবের সভাপতি বিপন সিকদার, সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী
নেতৃত্বে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বেজপাড়া পুজা সমিতি বারান্দী মালোপাড়া রাধাগোবিন্দ মন্দির, সীতারামপুর, দাসপাড়া, মন্দিরগুলোতে ও স্কুলে, এই স্বরস্বতী পূজায় আসাম্প্রদায়িক ছাত্র-ছাত্রীদের আনন্দ মুখর সাজে সজ্জ্বিত স্বরস্বতী পূজা বিদ্যা জ্ঞানের আশীর্বাদ দাতা উক্ত অনুষ্ঠানের সহযোগীতায় বাংলাদেশ হিন্দু পরিষদের বিপ্লবী নেতা এন.সি. দাস (রনজিৎ) সনাতনী সমাজ এর যশোর সাধারণ সম্পাদক বাবু বিকাশ সিকদার, বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি), যশোর জেলা সাধারণ সম্পাদক পি.সি. সিল (পরিমল), বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলার সাধারণ সম্পাদক সনজিৎ অধিকারী, জয়ন্ত বাবু, সান্ত সাহা, প্রনব মন্ডল, অপূর্ব দাস, হৃদয় দাস, সঞ্জয় দাস, বিথিকা মল্লিক, আরও অনেকে।