

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ৩১ জানুয়ারি, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত পিঠা উৎসব ও বই মেলা উদ্বোধন করেন। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীমহল উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব ও বই মেলাটি চলবে ৩১ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি মোট ২ দিন পর্যন্ত। মেলাটিতে কালাই উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর, আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগার, তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, জাতীয় মহিলা সংস্থাসহ প্রায় ৯ টি পিঠার স্টল ও ৮ টি বিভিন্ন পাঠাগারের স্টল অংশগ্রহণ করে।