মার্চ ২১, ২০২৫
Home » কালাই প্রেসক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত
IMG_20250201_181100

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার

জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার ধনী-গরীব, সকল শ্রেণি-পেশার মানুষের জন্য ঢাকার মতো উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার এর আয়োজনে ও ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কালাই প্রেসক্লাবের সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর উদ্বোধনের মাধ্যমে ১ ফেব্রয়ারি, শনিবার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার ১২০০ এর অধিক রোগী দেখেন। শুধু তাই নয়, মেডিকেল টেকনোলজির মাধ্যমে ফ্রি ডায়াবেটিস এবং রক্তের গ্রুপও পরীক্ষা করা হয়।
       বিশেষজ্ঞ ডাক্তারগণ যথাক্রমে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আসাদুজ্জামান, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ শাহীন রেজা, মেরুদণ্ড, হাড়জোড়, বাত-ব্যথা বিষয়ে অভিজ্ঞ ও সার্জন ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী), মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস চিকিৎসক ডাঃ মোঃ রুহুল আমিন, জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃ জুবাইর মোঃ আল-ফয়সাল, চর্ম ও যৌনরোগে অভিজ্ঞ ডাঃ ফাহমিদা আকতার (লীনা), ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ চিকিৎসক ডাঃ মুহাম্মদ জাকারিয়া জালাল, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শামীমা সুলতানা, জেনারেল ফিজিশিয়ান ও আল্ট্রাসনোগ্রামে অভিজ্ঞ ডাঃ হাসনা হেনা এবং গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ বিপাশা রাজিব। এছাড়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ নাহিদ নাজনীন ডেইজিসহ অন্যান্য ডাক্তার রোগী দেখেন।
      কালাইয়ের হারুঞ্জা গ্রামের চিকিৎসা নিতে আসা আছিয়া বেগম বলেন, ‘দীর্ঘ দিনের হাঁটু ব্যথায় ভুগতেছি। যার কারণে এখানে ফ্রি চিকিৎসা নিতে আসছি। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছিলাম না। এখানে চিকিৎসা পেয়ে আমি খুব খুশি।’
      পুনট ইউনিয়নের সাইদুর রহমান বলেন, ‘পেটের ব্যথার কারণে আমি এখানে চিকিৎসা নিতে আসছিলাম। ভালো পরামর্শ ও চিকিৎসা পেয়েছি। এজন্য ডাক্তারদেরকে অনেক ধন্যবাদ।’
      কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার বলেন, ‘টাকার অভাবে যারা মূলত বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারে না, আমাদের উদ্দেশ্য সে
সব মানুষের পাশে দাঁড়ানো। এছাড়া সবাই যেনো বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়, তারজন্য আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।’
       কালাই প্রেসক্লাবের সভাপতি  এ টি এম সেলিম সরোযার বলেন, ‘১৯৯১সাল থেকে কালাই প্রেসক্লাব বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে বিশেষজ্ঞ  ডাক্তারদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
    উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, ‘আমাদের উপজেলায় চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে। তারপরও বিনামূল্যে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজকদের ধন্যবাদ। বিভিন্ন কারণে হয়তো তারা সঠিক চিকিৎসা সেবা পায়না বা সীমাবদ্ধতা রয়েছে। তারা এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। এজন্য আমি এই মেডিকেল ক্যাম্পের আয়োজক কালাই প্রেসক্লাবসহ সেচ্ছাসেবী সকলকে আবারও ধন্যবাদ জানাই।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *