মার্চ ২১, ২০২৫
Home » কালিহাতীতে নারীরদের মাঝে সাম্যের পথে সংগঠনের শীতবস্ত্র বিতরণে এক অনন্য উদ্যোগ
IMG-20250131-WA0004

শুভ্র মজুমদার,কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি

“এসো পুরুষ এসো নারী, সবাই মিলে মিশে দেশ গড়ি”এই আহ্বানে একত্রিত হয়ে নারীদের কল্যাণে এগিয়ে এলো নারীদের সংগঠন ‘সাম্যের পথে’। শীতের কনকনে ঠান্ডায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে সংগঠনটি আয়োজন করেছিল এক মহতী উদ্যোগশীতবস্ত্র বিতরণ।

৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীর বল্লা বাজার পোস্ট অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই মানবিক কার্যক্রম। প্রায় ২০০ জন স্কুল-কলেজপড়ুয়া ছাত্রী ও দুস্থ নারীর হাতে শীতবস্ত্র তুলে দেন,  ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো।

বেনজির আহমেদ টিটো বলেন, একটি জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীর উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। বিশেষ করে নারী স্বাস্থ্য ও নারী শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফেসবুকের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিং। এসব বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, চিত্রশিল্পী ও সাংবাদিক এলিজা চৌধুরী, যিনি নারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘সাম্যের পথে’ সংগঠনের সাধারণ সম্পাদক মালিহা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যারা এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের এই প্রয়াস কেবল এক দিনের আয়োজন নয়, বরং একটি বৃহত্তর আন্দোলনের অংশ। ‘সাম্যের পথে’ শুধু শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নয়, বরং নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সচেত নতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও ভূমিকা রাখতে চায়।

এই আয়োজন প্রমাণ করে, মানবিক উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘সাম্যের পথে’ শুধু নারীদের পাশে দাঁড়ায়নি, বরং সমতার বার্তা ছড়িয়ে দিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে পথ চলেছে। নারীর অগ্রগতিতে এগিয়ে আসুক সবাই এগিয়ে যাক দেশ

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *