মার্চ ২৩, ২০২৫
Home » গোদাগাড়ীতে বাথরুম নির্মাণের মাটি খননের সময়  একটি কালো পাথরের মূর্তি  উদ্ধার  
1650278588_22

আতিকুর রহমান/ তনি সরকার,গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে একটি কালো পাথরের পুরনো মূর্তি উদ্ধার করেছে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এটি কষ্টিপাথরের মূর্তি কিনা  না এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ। মূর্তিটির কিছু অংশ ভাঙ্গা। ৩০ শে জানুয়ারি বেলা সাড়ে এগারোটার সময়  রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চববিস নগর ছয়ঘটি এলাকার খোকন নামের এক ব্যক্তির বাড়ি থেকে এই মূর্তিটি উদ্ধার করে রাজশাহী গোদাগাড়ী কাকনহাট  পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। মূর্তিটি লম্বায় সাড়ে তিন ফুট, ওজন ২৭ কেজি।
ঘটনার বিবরণে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার   চববিশ নগর ছয় ঘাটি এলাকার  খোকন  তার নিজ বাড়িতে বাথরুম  নির্মাণের জন্য  মাটি খননের সময় এই কালো পাথরের  মূর্তিটি পান। বিষয়টি এলাকায় জানাজানি হলে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে  খোকনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে  রাজশাহী গোদাগাড়ী কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  পুলিশ পরিদর্শক, শহিদুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকার লোকজন বিষয়টি জানালে  ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি  উদ্ধার করি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  মূর্তিটি আদালতে পাঠানো হবে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে  বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *