

সানজিদুল হক
তৃণমূল কর্মী আমার প্রাণ তাই কেন্দ্রর চাইতে তাদের পাশে এবং তাদের এলাকায় নিজেকে বেশি সময় দিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং এই সময়টা আগামী নির্বাচনে একটি বড় প্রভাব ও ভূমিকা রাখবে জালালপুর রথখোলা লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব
তিনি আরো বলেন উশৃংখল জীবন যাপন আর মাদকাসক্ত থেকে বেরিয়ে এসে তরুণদের খেলায় মনোযোগি হতে হবে তাহলে এই তরুণদের হাত দিয়ে আগামীর বাংলাদেশ উন্নত সমৃদ্ধিময় বাংলাদেশ হবে(১ফেব্রুয়ারি) শনিবার তালা উপজেলা জালালপুরের রথখোলা ফুটবল মাঠে লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জালালপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মফিদুল ইসলাম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের জনপ্রিয় মুখ সাবেক সংসদ জনাব হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান। উপজেলা বিএনপি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলি সরদার উপজেলা যুবদলের আয়বায়ক মির্জা আতিয়ার উপজেলা যুবদলের এক নম্বর যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ সহ হাজার দর্শক জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ধুলিয়র ফুটবল একাদশ এবং শামীমা ক্লিনিক ফুটবল একাদশের মধ্যে মধ্য খেলা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের মধ্য দিয়ে খেলা নিষ্পত্তি করে শামীমা ক্লিনিককে বিজয়ী ঘোষণা করা হয় ।