মার্চ ১৫, ২০২৫
Home » দেবহাটার কুলিয়া আশুমার্কেটে পাগলিবেশ মহিলার হাতে থাকা প্যাকেটে বিভিন্ন ক্যামেকাল ঔষধ 
1738493719394

নুর-ইসলাম,  সোহাগ দেবহাটা 

বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন বেশধারী নারী-পুরুষদের দেখা যায়। অনেক সময়ে শোনা যায়,মলম পাটির মহিলা-পুরুষ সদস্যের কবলে সোনাগহনাও টাকা চৈট। বিভিন্ন বেশনিয়ে বিভিন্ন মানুষের পাশে যেয়ে ছিনতাইয়ের চেষ্টা করে থাকে। গতকাল বেলা সাড়ে ৩ টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন আশুমার্কেট মোসলেমের হোটেলের সামনে অপরিচিত মহিলাও তার কাছে ছিল প্যাকেট।
 তার প্রতি সন্দেহ করে ব্যাগে কি দেখার লক্ষে ব্যাগটি আলগা করা হয়। দেখা যায়, ছিলিন্চ্ ও বিভিন্ন ঔষধ। একটি ছিলিন্চিতে অর্ধেক পরিমাণ ঔষধ দেখা যায়। ভালো করে দেখার চেষ্টা করলে দ্রত্য স্থানত্যাগ করে তাড়হুড়ো করে চলে যায়। তাই জনসাধারণের পক্ষে উক্ত মহিলার প্রতি প্রসাশনের কাছে  নজর দারীর দাবী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *