মার্চ ২৩, ২০২৫
Home » দেবহাটার সখিপুর প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 
IMG_20250201_180250

আবু সাঈদ, দেবহাটা সাতক্ষীরার প্রতিনিধি

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ও তার সহযোগী স্কুলের পিয়ন ফারুক হোসেনকে অপসারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় স্কুলের সামনে দেবহাটা-সখিপুর সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুলটির দূর্নীতিবাজ প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ও তার পিয়ন ফারুক হোসেন সরকারী বই বিক্রি করার সময় গত ৩১ জানুয়ারী, ২৫ ইং রাতে এলাকাবাসী ও সমন্বয়কদের হাতে ধরা পড়ে। উক্ত প্রধান এছাড়াও বিভিন্ন দূর্নীতি অপকর্মের সাথে জড়িত।
তাদের অপসারন ও বিচারের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সখিপুর ইউনি য়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা এবাদুল ইসলাম, শ্রমিকদলের নেতা মনিরুল ইসলাম মনি, উপজেলা  ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, ইউপি সদস্য রবিউল ইসলাম, নাজিমুদ্দিন, সাবেক ছাত্র রুহুল আমিন ও এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ ওই স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা সরকারী বই বিক্রি করাসহ সকল অপকর্মের তদন্তপূর্বক উক্ত দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও পিয়ন ফারুকের বিচার দাবী করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *