

দীনেশ চন্দ্র রায় পাইকগাছা খুলনা প্রতিনিধি
পাইকগাছায় জমি নিয়ে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। এলাকাবাসি আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে দু’পক্ষকে স্ব-স্ব জায়গায় থাকতে বলেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাশপুর গ্রামে।
কালীদাশপুরের কওসার গাজীর ছেলে জমির মালিক খাইরুল ইসলাম জানান, আমি ইতোপুর্বে স্থানীয় অজিয়ার ও মতিন গাজীর ওযারেশদের কাছ থেকে ৩ দলিলে ১ বিঘা জমি ক্রয় করে একাংশে বাড়ি করে বসবাস করছি। ক্রয়কৃত ১৮ শতক জমি পার্শ্ববর্তী বাসিন্দা নিজাম গাজীর মৎস্য ঘেরভুক্ত। নিজাম গাজী প্রভাব খাটিয়ে এ যাবত হারির টাকা না দিয়ে জোর করে ঘের করে আসছিল।
তাই এখন শুকনো মৌসুমে শনিবার সকালে পরিমাপ করে নিজের বাড়ী সিমানার জমিতে পাঁকা খুটিপুঁতে ঘেরা-বেড়ার সময় প্রতিপক্ষরা বাঁধা দেয়। তিনি অভিযোগ করেন নিজাম গাজী ও তার দু’ছেলে আরিফুল-শরিফুল ও ভাইপো সাদ্দাম লাঠিসোটা নিয়ে হামলা-মারপিট করে আমার ও স্ত্রী-ছেলেকে আহত করে। আহত খাইরুল-শিউলী দম্পতি ও তাদের ছেলে শাওন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশের এ এস আই রবিউল ইসলাম জানান, সকালে নিজাম গাজী পরিবারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয। মারপিটের বিষয়টি স্বীকার করে তিনি দু’পক্ষকে শান্ত থাকার নির্দেশনা নিয়েছেন।
তবে নিজাম গাজী একই দাগে ক্রয়কৃত সামান্য জমির কথা বলে বলেন, মুলত ডিডমুলে আমি ঘের করছি। তিনি স্বীকার করেন আমার ঘেরের জমিতে প্রতিপক্ষ খাইরুল গাজী ঘেরা-বেড়া দিতে গেলে বাঁধা দেওয়া হয়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভি যোগ হয়েছে।