মার্চ ২১, ২০২৫
Home » পাইকগাছা- কয়রা পুলিশের যৌথ অভিযানে কয়রা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
IMG-20250201-WA0001

দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা খুলনা  প্রতিনিধি

পাইকগাছা-কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে  ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, করে নাশকতা তৈরি মামলায় কয়রা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকতিয়ার উদ্দীন হিরো(৩০)কে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে কয়রা- পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে গ্রেফতার ছাত্রলীগ সভাপতিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর পাইকগাছা  উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহনে জন্য আসে। এ সময়  ছাত্রদলের নের্তৃত্বে ৮/১০ টি মোটর সাইকেল ও একটি মাইক্রো পৌর সদরের টাউন স্কুলের সামনে তাদেরকে আনতে যায়। তখন আওয়ামী লীগ
যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীদের ১০ টি মোটর সাইকেল ও মাইক্রো বাস ভাংচুর, নেতা কর্মদের মারপিট করে আহত করে। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক  দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার নং ১৪।
ওই মামলায় কয়রা ছাত্রলীগের সভাপতি ইকতিয়ার উদ্দীন হিরা(৩০)কে গ্রেফতার করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, কয়রা- পাইকগাছা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছ

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *