

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক
কুইজ প্রতিযোগিতা এবং ৪৬তম বিজ্ঞান মেলার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশের ন্যায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৩০জানুয়ারি বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ
বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনি রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) রুহুল আমিন, একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাকিব সরদার, জাহিদ, রিফাত, প্রমুখ।
মেলায় দুটি ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ের ১৪টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শনী স্টলে অংশগ্রহণ করে। দুপুরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরষ্কার বিতরনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রুহুল আমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম প্রমুখ। কুইজ প্রগিযোগিতায় ৩জন বিজয়ী শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ে ৩টি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।