

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ ২০ মাঘ ১৪৩১বাংলা (সোমবার) ৩ ফেব্রুয়ারি ২০২৫ইং, হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রনাম জানাবেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের মতে- দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও
সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। বগুড়া জেলা উপজেলা সহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়া অন্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে
পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা। প্রতি বছরের মতো এবারও জেলা ও উপজেলা সহ উপজেলার প্রত্যেকটি গ্রামে এ পূজা অনুষ্ঠিত হবে। এদিকে আলতাফ নগর সরকারি শহীদ এ মনসুর আলী ডিগ্রি কলেজ, আলতাব নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী দুইটি হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে।
এদিকে কইল ষষ্ঠীতলা সার্বজনীন দূর্গা মন্দিরের পূজা কমিটির উদ্যোগে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। কইল ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি সুভাষ কুমার মালাকার (সষ্ঠা), ও সাধারণ সম্পাদক নয়ন মালাকার এই প্রতিবেদককে জানিয়েছেন সকাল ৯ টায় পূজা শুরু হবে, পুষ্পাঞ্জলি মায়ের চরণে দেওয়া হবে সকাল ১০ ঘটিকায়। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলার সভাপতি অসীম কুমার দাস, সকল হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী সহ সকল হিন্দু সম্প্রদায়ের লোকজনদের শুভেচ্ছা জানিয়েছেন।