মার্চ ১৬, ২০২৫
Home » বুকের ব্যথা বুকে জমিয়ে রেখে নিজেকে দিয়েছি ধিক্কার
unnamed (6)

মো:আজগর আলী,জেলা প্রতিনিধি চট্টগ্রাম

একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা  ঘটছে চট্টগ্রামের পটিয়ায়,কোলে সন্তানের নিথর দেহ তার পাশে বসে আছে বাবা শান্তনা দেয়ার ভাষা নেই! বাবা অধিক শোকে পাথর হয়ে নির্বাক হয়ে বসে আছে, চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হওয়া নিষ্পাপ ছেলের লাশ! ত্রিশ সেকেণ্ড আগেও যে আদরের সোনামনি কে নিয়ে হেঁসেছে,খেলেছে,বুকেই ধরে রিক্সায় চড়েছে, সে  আর বেঁচে নেই সে লাশ। চোখের সামনেই এক হতভাগা বাবা কে এমন নির্মম অবর্ণনীয় মর্মস্পর্শি দূর্ঘটনা ঘটনার মুখোমুখি হতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে পটিয়া আল জামেয়া ইসলামীয়া (পটিয়া জমিরিয়া মাদ্রাসা)’র প্রধান গেইটের সামনে গতকাল পহেলা  ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ শনিবার সকাল আনুমানিক ১১.০ টার দিকে। এ ভয়াবহ দূর্ঘটনার কারণ হলো বাবার সাথে মটর চালিত রিক্সায় চড়ে যাওয়ার সময় দ্রুত গতির কারনে হঠাৎ ব্রেক কষলে বাবার হাত থেকে ছিটকে পড়ে যায় শিশুটি, বাবার আদরের শিশুটি হঠাৎ চলন্ত ট্রাকের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনাটি পুরো এলাকা,আশপাশের সবাইকে কাঁদিয়েছে।সচেতন মহল থেকে এ ধরনের মটর চালিত রিক্সা বে-আইনি ঘোষণার দাবি ওঠছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *