

লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১ ফেব্রুয়ারী ) রাতে চনুতি ইউনিয়ন স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লেয়াকত আলী চৌধুরী ।প্রধান বক্তা ছিলেন গনতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
চুনতি ইউনিয়ন এলডিপি সভাপতি সিদ্দিক আহমেদ সভাপতিত্বে ও লোহাগাড়া উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক আনুয়ারুল ইসলামে’র সঞ্চালনায় বক্তব্যে রাখেন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম, কলাউজান ইউনিয়ন এলডিপির সভাপতি মৌলনা আব্দুল সাত্তার, আধুনগর ইউনিয়ন এলডিপির সভাপতি নাজিমুল হক মনু , সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পুটিবিলা এলডিপির নেতা নুর হোসেন , ফরিদ উদ্দিন
লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপিরসিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন , সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ শাহজাদা মিয়া’ উপজেলা গণতান্ত্রিক সেস্বাসেবক দলের সভাপতি শাহ আলম , গনতান্ত্রিক ছাত্র দলের সমন্বয়ক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে চুনতি ইউনিয়ন এলডিপির ছিদ্দিক আহমদকে সভাপতি তাজুল ইসলাম কাজলকে সাধারণ সম্পাদক ও মোঃ মহি উদ্দিন সওদাগরকে নাম ঘোষানা করে আংশিক কমিটি ঘোষণা করে।
এছাড়াও গণতান্ত্রিক যুবদলের মোহাম্মদ হারুন রশিদকে সভাপতি , মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও কাসেমকে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষানা করা হয়। অপরদিকে ,গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন মো. আমানুল্লাহ আমান ,সাধারণ সম্পাদক, সাহাব মিয়া ও আবদুল মন্নাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষান করা হয়।