

আবুল হাসান, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর। সেখানকার কুতুবউদ্দিন কাদেরিয়ার ঘরের ভিতরে কিছু সংখ্যা আসবাবদী ভেঙে দিয়েগেছে। সেই ভেঙে দেওয়া আসবাবদী তার স্বজনদের সদস্যদয় নিয়ে যেতে চলেছে। ৩/২/২০২৫ সরজমিন পরিদর্শন কালে উক্ত এলাকায় যেয়ে দেখা যায় নিয়ে যেতে। মাঝে মধ্যে অহেতুক দোসারুপ করে যাচ্ছে। যাহাদের দোসারুপ করে যাচ্ছে মিথ্যা ভাবে। কুতুবউদ্দিনের বিরুদ্ধে রাসুলুল্লাহ (সাঃ)নামে ২৭ জানুয়ারী ইশাবাদ মেরাজের দোয়ার করতে যেয়ে কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার জুমাবাদ ব্যানার নিয়ে শোভাযাত্রার মধ্যে বিক্ষোভ প্রতিবাদ মিছিল।