মার্চ ২৩, ২০২৫
Home » মিজানুর রহমান আজাহারীর মাহফিলের সভাপতি ১০৪ বছরের প্রবীণ আলেম
nj b bnb

বিপ্লব কুমার দাস, নিজস্ব প্রতিবেদক

আগামী (১৫ ফেব্রুয়ারী) শনিবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আল-ইসলাম ট্রাস্ট এর আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।  উক্ত মাহফিলে ইসলামিক স্কলার আন্তর্জাতিক মানের বক্তা, আপামর বাঙালির নয়নের মনি ড. মিজানুর রহমান আজাহারী উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। জানা গেছে, আসন্ন মাহফিলে হাজারো মানুষের আড়ালে থাকা একজন আলেমকে সভাপতি করা হয়েছে। উনার বর্তমান বয়স ১০৪ বছর। দিব্যি হেঁটে বেড়ান নগর জুড়ে। খুব প্রয়োজন না পড়লে রিক্সা বা অন্য কোন যানবাহনে চড়েন না তিনি।
দীর্ঘ ৫০ বছর সহীহ্ বোখারীর দরস দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী বড় কাটারা মাদরাসা সহ বালিয়া মাদরাসা এবং কাতলাসেন আলিয়া মাদরাসার উস্তাদ ছিলেন তিনি। উম্মুল মাদারেস দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়া এই আলেমেদ্বীন সরাসরি শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর কাছে হাদীস পড়েছেন।এছাড়াও দারুল উলুম দেওবন্দ এর মোহতামিম ক্বারী তৈয়ব সাহেব রহ. এর নিকটও হাদীসের জগদ্বিখ্যাত কিতাব পড়ার সৌভাগ্য অর্জন করেছেন।
তাঁর পরিচয় হলো – মাওলানা নুরুল ইসলাম, পেশাগত জীবনে তিনি ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। ছাত্র জীবনে ছিলেন অসম্ভব মেধাবী। পড়াশোনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত বিদ্যাপীঠ ভারতের দেওবন্দ মাদ্রাসায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র থাকাকীল তিনি ৫২ সালের ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি, উর্দু এবং ফারসী ভাষায় সমান পারদর্শী। এই মহান মনিষী অতি সাদাসিধা জীবনযাত্রায় নিজেকে বিলেয়ে দিয়েছেন। এরকম শত শত রত্ন ভান্ডার আমাদের চোখের আড়ালে থাকেন। তিনার সাথে দীর্ঘ দিনের পরিচয়।
তিনি হঠাৎ একদিন আমাকে বলে উঠলো কিরে তোর নাম পলাশ তইলো কে? গোলাম কিবরিয়া সুন্দর নাম। পলাশ বলা ও লিখার ক্ষেত্রে ব্যবহার করবি না। তবে পলাশ শব্দের অর্থ হিসাবে ঠিক আছে। একটি ইসলামি মাহফিলে তিনি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঐদিন হযরতের কাছ থেকে অনেক কিছু অনুধাবন করেছি। হযরত আমাকে কিছু শিক্ষা দিয়েছেন যা আজও ভুলিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *