

আবুল হাসান,স্টাফ রিপোর্টার
১৪ জানুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে আফসার আলীর বাড়ি যাওয়ার পথে মাটি ফেলে ভরাট করতে ছিলো । সোবহান আলী তাদের জমি দাবী করে মাটি ফেলতে বাঁধা সৃষ্টি করে ছিলেন। আফসার আলীর পুত্র আমিনুল ইসলাম সহ-তাদের এক পর্যায়ে ব্যাপক ভাবে গোলযোগ সৃষ্টি ও হাতাহাতিও সোবহান সহ-মারপিট করেন আমিনুলকে। ডি সি আর নিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর ঘর বাড়ি বেধে বাসকরে আসছে। গোলযোগের এক পর্যায়ে বাড়ির পথে মাটি ফেলে ভরাট কাজ বন্ধ রাখেন। সে সময়ে উপস্থিত বেশকিছু লোকজনের বক্তব্য ছিলো আমিন নিয়ে উভয়ের জমি মাপঝোঁক করে ঠিককরার।
সেখান থেকে বেশকিছু দিন ধরে উক্ত জমির পথে মাটি ফেলে ভরাট কাজ বন্ধ থাকার মধ্যে সময় অনুযায়ী ২/২/২৫ সকাল সাড়ে ১০টার দিকে উভয় আমিন নিয়ে আসে।সকলের উপস্থিতে আমিন দুইজন উভয়ের জমি মাপঝোঁক করেন। আমিনুল ইসলাম এর জমির কাগজ অনুযায়ী তার ভিতরে সেই জমি নেই। তার জমি কাগজে প্রমাণ থাকলেও অন্যজনের দখলে জমি বলে জানান। তার কাগজ অনুযায়ী সরকারী সহায়তায় স্থানীয়দের উপস্থিতে ফিরে পেতে চাই এমনই জানিয়েছেন বলে জানা গেছে। এটি হচ্ছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে কোমরপুর যাওয়ার পথে মধ্যে অপজিটে সদর উপজেলার বৈচনায় আফসারের পুত্রের জমি।