মার্চ ১৬, ২০২৫
Home » গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক  
নকনকনকন

আতিকুর রহমান (তনি সরকার)  গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি কে  গ্রেফতার করা হয়েছে। আটকৃতদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত  রাত ৯:১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার চাঁন্দাপাড়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে সেলিম রেজা (৩৫) নামে ১জন কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা, এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মহিষালবাড়ী সাগরপাড়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম ওরফে সনিকে (২৮) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি আইফোন ১৩ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়ি ত তারা পাইকারি দরে ইয়াবা কিনে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আগামীকাল আসামিদের আদালতে চালান দেওয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *