এপ্রিল ২৭, ২০২৫
Home » ধামইরহাট সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ প্রশাসনের অভিযানে কাজ বন্ধ
1000008515

মোঃ আব্দুল আজিজ মণডল,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট  সরকারি খাস যায়গা দখল করে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ কাজ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার হরিতকী ডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস মো. মোস্তাফিজুর রহমান।
জানা যায়, উপজেলার হরিতকী ডাঙ্গা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মুক্তার হোসেন ওই এলাকার মহব্বতপুর মৌজার ১০১ দাগে অবস্থিত খাস খতিয়ানের যায়গা অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মাণ কাজ করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নিকট অবগত হলে স্থাপণা নির্মাণ কাজ করতে বারংবার মানা করা হলেও বিষয়টি এড়িয়ে পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যায় মুক্তার হোসেন। পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ৭ দিনের মধ্যে দখল হওয়া সরকারি জমিতে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি এসিল্যান্ড
অফিসের সার্ভেয়ারকে দখলদারের বিরুদ্ধে মামলা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সোমবার রাত ৯টায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার তেলীপাড়া নামক এলাকায় ফসলি জমির টপসয়েল বিক্রয়ের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় রানীনগর এলাকার গহেলপুর গ্রামের নাসির আকন্দের ছেলে মিজানুর রহমান (২৭) কে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ প্রদান করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *