এপ্রিল ২৭, ২০২৫
Home » ফটিকছড়ি জামায়াতের উদ্যোগে সিআইপি মো:আজমকে সংবর্ধনা
1000070784 (1)
মো:আজগর আলী,চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার উদ্যোগে সদ্য সিআইপি নির্বাচিত হওয়ায় উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মো:আজমকে মঙ্গলবার বিকেলে উপজেলার স্বনামধন্য  একটি রেস্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করে।সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো:নাজিম উদ্দীন ইমু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মো:নবীর হোসেন মাসুদনস ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি সৈয়্যদ মোহাম্মদ  মাসুদ,ফটিকছড়ি পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি জিয়াউল হক রুবেল, পৌরসভার সেক্রেটারি মো:তারে কুল ইসলাম,ফটিকছড়ি পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহীম খলীল,ব্যবসায়ী নেতা শাহজাহান সহ উপজেলা ও ফটিকছড়ি পৌরসভার জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ
ফেডারেশনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মো:নাজিম উদ্দীন ইমু বলেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের অর্থ নীতির চাকাকে সচল রেখেছে নচেৎ দেশ বড়ো সংকটে পড়তো,তিনি সিআইপি মো: আজমকে ফটিকছড়ি জামায়াতের পক্ষ থেকে স্বাগত জানান এবং মো: আজমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ বলেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বাঁচিয়ে রেখেছে তাঁদের রেমিট্যান্সের কারণে আমাদের দেশের ব্যবসায়িরা এলসি খুলতে পেরেছে তাদের কাছে আমরা সবাই ঋণী। সিআইপি মো:আজম বলেন আমি জামায়াতের পক্ষ  থেকে সংবর্ধিত হয়ে নিজেকে ধন্য মনে করছি,আমি আজীবন  জামায়াতে ইসলামীর পাশে থাকব,এটা আমার ঘোষণা।সর্বশেষ সিআইপি মো:আজমকে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ফটিকছড়ি উপজেলা জামায়াতের পক্ষ থেকে স্বাগত ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *