মার্চ ১৬, ২০২৫
Home » মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে আমঝুপীতে সড়ক দুর্ঘটনায় মােটরসাইকেল আরােহী নিহত-১
Screenshot_20250203_220919

মোঃ আব্দুল হামিদ,মেহেরপুর ক্রাইম রিপোর্টার

মেহেরপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায়  লাল্টু হােসেন (২৭) নামের এক মােটরসাইকেল আরােহী নিহত হয়েছেন, এসময় আরাে একজন আহত হয়েছেন, নিহত লাল্টু মেহেরপুর জেলার গাংনী উপজে

লার ধানখােলা ইউনিয়নের কুচিখালী গ্রামের আহম্মেদ আলীর ছেলে। আহত ব্যক্তির তাৎক্ষণিক ভাবে পরিচয় পাওয়া যায়নি, কিন্তু আহত কে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে,
সােমবার দিবাগত রাত ৮ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা মহাসড়কের আমঝুপি ফার্মের সামনে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,লাল্টু ও তার একজন বন্ধু মােটরসাইকেল যােগে আমঝুপি বাজার থেকে নিজ গ্রাম কুচিখালীর দিকে যাচ্ছিলেন,পথেমধ্যে আমঝুপি বাজারের অদূরে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসে মােটরসাইকেলকে ধাক্কায় দেয়, ওই ধাক্কায় মােটরসাইকেল আরােহী লাল্টু ঘটনাস্থলেই নিহত হন, আহত হয় তার বন্ধু, এদিকে স্থানীয় কয়েকজন ভিন্ন বক্তব্যেই বলেন, একটি বাঁশবাহী ট্রাকের ধাক্কা হতাহত হয়েছে। অনেকেই আবার বলছেন,দুর্ঘটনার সময় আশেপাশে কেউ ছিলােনা,পথচারীরা নিহতের রক্তাক্ত মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে,কি ধরণের যান বাহনের ধাক্কায় মারা গিয়েছে তা সঠিক ভাবে কেউ বলতে পারবেনা। মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,নিহত ব্যক্তির লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে, সেই সাথে কি ধরণের গাড়ীর ধাক্কায় হতাহত হয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *