

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই প্রেসক্লাবের আয়োজনে সভাপতি এ টি এম সেলিম সরোয়ার (কালাই উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক ‘যুগান্তর’) এর সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে ০৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৪ টায় জাতীয় দৈনিক ‘যুগান্তর’ পত্রিকার রজতজয়ন্তী পালন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সহ সভাপতি রেজাউল ইসলাম ও সোহেল আহাম্মেদ লিও, নির্বাহী সদস্য আতাউর রহমান, এড. আরাফাত হোসেন মুন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. নাফিউৎজামান তালুকদার ডলার, সিনিয়র সহ সভাপতি তানভিরুল ইসলাম রিগ্যান
যুগ্ম সম্পাদক আব্দুন নুর নাহিদ, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর প্রমুখ। এসময় কালাই উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ সামিউল হক সায়িম (স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন) এবং কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোস্তা হাসানসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় দৈনিক ‘যুগান্তর’ এর ভূয়সি প্রশংশাসহ পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন। স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও সমৃদ্ধি মহান আল্লাহ তায়ালার কাছে কামনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।