

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই কুমিল্লা নগরী ও বরুড়া উপজেলা সদরে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নতুন কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, “সবার সহযোগিতায় ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলা হবে। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা স্থান পাবেন। দলীয় গঠনতন্ত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে শক্তিশালী করা হবে।”
উল্লেখ্য, গত ২ জানুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে নতুন কমিটি গঠনের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছিল। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।