

পংকজ দে,গোপালগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ ১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মননীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ এর নির্বাচনী প্রচারণা ও উপজেলা নির্বাহী অফিসার এবং থানা ইনচার্জ সাথে সৌজন্যে সাক্ষাৎ দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীইতিমধ্যে গোপালগঞ্জ ১ আসন কাশিয়ানী-মুকসুদপুরে
জেলা মসলিসে সূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুল হামিদ কে দলটি মননীত করেছেন।
নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করাসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি। তারি ধারাবাহিকতায় বুধবার (৫ফেব্রয়ারী) বিকালে জেলা উপজেলা দলীয় নেতাকর্মীদের নিয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি, এর আগে দলীয় নেতাকর্মীরা উপজেলার ভাটিয়াপাড়া থেকে মাওলানা আব্দুল হামিদ কে অভ্যর্থনা জানিয়ে বাইক যোগে সোডাউন নিয়ে উপজেলায় পৌঁছান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ খান, কর্মপরিষদ ও সূরা সদস্য রেজাউল করিম মোল্যা, কাশিয়ানী উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান, উপজেলা সূরা সদস্য ও সাবেক উপজেলা জামায়াতে আমির সালাউদ্দিন আহমেদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম খান, মাওলানা মুজিবুর রহমান,সহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।