মার্চ ২৩, ২০২৫
Home » জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
1000020990 (1)

মোতাহার হোসেন,নরসিংদীর জেলা প্রতিনিধি

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস.এম. কামরুজ্জামান এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্দুল গাফফার, পিপিএম (বার) এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে জনৈক মনির হোসেনের লটকন বাগানে ৬টি প্লাস্টিকের বড় বস্তার ভেতর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত গাঁজার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” মাদক নির্মূলে জেলা পুলিশের এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *