
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

লিয়াকত হোসেন জনী, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলা ক্যাম্পাসে বিগত সরকারের স্থাপন করা শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উপর জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের ছবি সাটিয়ে বিপ্লবী প্রাঙ্গণ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এমন কর্মসূচি শেষে “বিপ্লবী চত্বর” ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র জনতা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার প্রতিনিধি সদস্য সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহানুর রহমান, গুলিবিদ্ধ সোলায়মান হোসেন, মো.মাজহারুল ইসলাম, টি এ নাঈম, শাফিন, মৃদুল সোহান, শুভ, সানি, বিশাল, নিশাত প্রমুখ।