

আশরাফুল আলম জীবন, রায়পুর লক্ষীপুর
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় উদ্যোগে তারুণ্যের উৎসবের কর্মসূচি উপলক্ষে হুইল চেয়ার, ক্ষুদ্রঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী ) উপজেলা প্রশাসনের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ২৪ জনের মাঝে ক্ষুদ্রঋণের ১১ লাখ টাকার চেক এবং প্রতিবন্ধী ৩ জনকে হুইল চেয়ার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান। এসময় আরও উপস্থিত ছিলেন, বি আর ডিবি কর্মকর্তা আব্দুর সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজুন্নেছা পান্না, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম প্রমুখ।