এপ্রিল ২৭, ২০২৫
Home » সাবেক প্রতিমন্ত্রী পুত্র সাফায়েত বিন জাকির আটক 
1000417194

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাফায়েত কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি এবং কুড়িগ্রাম জেলার রৌমারিতে আরো দুটি মামলা রয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সাবেক প্রতিমন্ত্রী জাকির পুত্র সাফায়েত বিন জাকিরকে‌ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *