

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশব্যাপী আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চলমান হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এসব সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্প্রতি বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এছাড়া সিলেটে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের প্রায় ২৫ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূস জাতীয় স্থিতিশীলতার জন্য সবার মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং হিন্দু, মুসলিম, ছাত্র, শ্রমিকসহ সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন। সরকার এ ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে।