

শুভ্র মজুমদার, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব (২৮) ও রিজভী (২৭), যারা টাঙ্গাইল শহরের বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ। যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন জানান, যমুনা সেতু এলাকা থেকে ঘুরে টাঙ্গাইলে ফেরার পথে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহতদের পরিবারের আবেদনের পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।