

মোঃরাইহান আলী, নওগাঁ জেলা ক্রাইম রিপোর্টার
জমি সংক্রান্ত বিরোধের জেরে মোসাঃ মাসেদা বেগম (স্বামী মোঃ মনিরুল ইসলাম) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার ননদ গুরুতর আহত হয়ে বর্তমানে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবর স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের পাহাড়ীপুকুর গ্রামে ০৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিবাদিত জমি পাহাড়ীপুকুর মৌজার জে এল নং ২১, খতিয়ান নং ৪৩, এবং হাল দাগ নং ৩১৭ ও ৩১৮ এর অন্তর্ভুক্ত।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের এই বিরোধের জেরে সিরাজুল ইসলাম (পিতা মৃত মতিউর রহমান), হাজেরা বেগম (স্বামী মোকলেছুর রহমান), আনারুল ইসলাম (পিতা মৃত মকবুল হোসেন), সেরাফত আলী, বাবলু (পিতা মোঃ মফিজুল ইসলাম), দেলনুর, শামসুন্নাহার ও অন্যান্য দলবদ্ধ হয়ে মাসেদা বেগমের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে মাসেদা বেগমের ননদ গুরুতর আহত হন পরিবার ও স্থানীয়দের বক্তব্য
আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, অভিযুক্তরা পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টা করছে এবং এর আগেও একাধিকবার হুমকি দিয়েছে। এলাকাবাসী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষে এ ঘটনায় সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের প্রতিক্রিয়া ও প্রশাসনের বক্তব্ এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে, জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় সহিংসতা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার দ্রুত ন্যায়বিচার ও অপরাধীদের গ্রেফতার দাবি জানিয়েছে।