মার্চ ২৩, ২০২৫
Home » জাগো বাহে তিস্তা বাঁচাই’৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা
1000422846

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

তিস্তা অববাহিকার কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। তিস্তা নদীর খননকাজ করে তিস্তাপাড়বাসীকে রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় উলিপুর বিএনপি কার্যালয় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কিভাবে বাস্তবায়ন করবে সেই দিক নির্দেশনা মূলক উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আরো উপস্থিত থাকবেন, আমার দেশ পত্রিকার, সম্পাদক, মাহমুদুর রহমান ।
এসময় বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সরকারের কাছে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনের জন্য তিস্তায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। এ অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের দুই প্রান্তে লক্ষাধিক মানুষের সমাগমের আয়োজন করা হবে জানান বক্তারা। তিস্তা নদীকেন্দ্রিক রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালম নিরহাট জেলার জনসাধারণকে এতে অংশ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার জন্য নানারকম প্রচারণামূলক লিফলেট হাতে ধরিয়ে দিয়েছে ।
আজকের আলোচনা সভায় বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও কমিটির উলিপুরের প্রধান সমন্বয়ক, মোঃ হায়দার আলী, সাবেক সভাপতি উলিপুর উপজেলা শাখা,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার,সাবেক সভাপতি পৌর বিএনপি নূর মোহাম্মদ,সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি’র মোঃ বুলবুল,সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির, মোঃ সুলাইমান আলী সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মোঃ নুরুজ্জামান বাচ্চু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মোঃ এরশাদুল হাবিব নয়ন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম লাভলু,পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন,উপজেলা মহিলা দলের আহবায়ক রিনা বেগম,পৌর মহিলা দলের আহ্বায়ক তাহমিনা বেগম রুবি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রিপন সরকার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হামিদুল ইসলাম হামিদ,উপজেলা ছাত্রদলের খোকন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন,সহ উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *