

রুবেল খান,ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মরিয়ম(০৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার রশিবপুরা গ্রামের আল আমিনের মেয়ে। বৃহস্পতিবার বিকেলে শিশুটির নানা বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিকভাবে পানিতে ডুবে মারা যায়।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন পূর্বে ওই শিশুর নানা বাড়ি আবুল মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে শিশুটির মা প্রয়োজনীয় কাজে তাকে রেখে পাশ্ববর্তী অন্য জায়গায় গেলে সে ঘরের পিছনে আড়ার পানিতে খেলা করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে মা বাড়িতে এসে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে পানির মধ্যে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।