মার্চ ২৫, ২০২৫
Home » বান্দরবান লামায় চাঁদা আদায়কালে পাহাড়ি  অস্ত্রসহ ১জন  সন্ত্রাসী আটক 
IMG_20250128_070500 (2)

মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম সুমন, বিশেষ প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। লামায় সরই ইউনিয়নের লম্বাখোলা বাজারে চাঁদা আদায়কালে ওই সন্ত্রাসীকে আটক করে জনতা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে সরই কেয়াজুপাড়া বাজারে নিয়ে আসে। বিষয়টি পুলিশকে জানানো হলে সরই ফাঁড়ি পুলিশ গিয়ে সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতের নাম মং এনু মার্মা (৩৫)। সে রোয়াংছড়ি বাগমারা পূর্ব পাড়া ৪নং নুয়া পতং ইউনিয়ন ৬নং ওয়ার্ড নুয়াপতং এলাকার কিয় চিং মং মার্মার ছেলে। স্থানীয়রা জানায়, আটক মং এনু মার্মা সরই ইউনিয়নের লম্বাখোলা বাজারে চাঁদা আদায়কালে স্থানীয়রা তাকে আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে আসে। বিষয়টির সততা নিশ্চিত করে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পরে ঘটনার বিস্তারিত বলা যাবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *