মার্চ ১৬, ২০২৫
Home » মিঠামইনে গরুর ঘাস নিয়ে দু,পক্ষে সংঘর্ষে আহত – ২০
আহত4757272-
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি
মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে গত ৭ ই ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে একই গ্রামের আরফান মেম্বার গ্রুপ ও চাওার মিয়া গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়।উভয় পক্ষে সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে। সংঘর্ষে আহতদের মধ্যে ১১ জনকে আশংকা জনক অবস্থায় মিঠামইন হাসপাতাল থেকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।জানা যায়,হাওরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ঘটনার তিনদিন পূর্বে এবিষয় নিয়ে উভয় পক্ষে কথা কাটাকাটি হয়।এর জের ধরে গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষের সূএপাত ঘটে।  মিঠামইন থানার ওসি শফিউল আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে তাৎক্ষণিক তিনি পুলিশ নিয়ে রাতেই ঘটনা স্থলে চলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।এ রিপোর্ট লিখা পর্যন্ত কোনো পক্ষেই অভিযোগ দায়ের করেননি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *