মার্চ ২১, ২০২৫
Home » রায়পুরে গ্রেফতার ৪ জন
FB_IMG_1738987383359

আশরাফুল আলম জীবন, রায়পুর লক্ষীপুর

লক্ষ্মীপুর জেলার রায়পুরে, ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ০১জন, জিআর সাজা পরোয়ানা মূলে ০২ জন, সিআর পরোয়ানা মূলে ০১জন সহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন এবং রায়পুর সার্কেল এএসপি জনাব জামিলুল হক এর সার্বিক দিক-নির্দেশনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ আবু হানিফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মো শাহীন (২৫), এসআই/মোঃ হায়াত উল্লাহ
এএসআই/মোঃ মোশাররফ হোসেন ও সংগীয় ফোর্সসহ জিআর সাজা পরোয়ানাভুক্ত (১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত) আসামী ২। মোঃ ইমন হোসেন, এসআই প্রবীর রঞ্জন ধর সঙ্গীয় ফোর্সসহ জিআর সাজা পরোয়ানাভুক্ত (৬ মাস সাজাপ্রাপ্ত) আসামী ৩। মোঃ মুসলিম উদ্দিন এবং এসআই (নিঃ) মোঃ শরিফ উল্লাহ, এএসআই/ শাখাওয়াত, এএসআই/ শফিক মিয়া সঙ্গীয় ফোর্স সহ সিআর আসামী ৪। মেহেদী হাসান পাটোয়ারীসহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার করেন। গ্রেফতারপরবর্তী আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *