

মোঃ শাহজাহান বাশার , স্টাফ রিপোর্টার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ করা প্রার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা -র সামনে এ ঘটনা ঘটে। চাকরিপ্রত্যাশীরা নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থান নেয়।
বিক্ষোভের কারণ ও দাবি**বিক্ষোভকারী প্রার্থীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেও তারা অন্যায়ভাবে বাদ পড়েছেন। নিয়োগ বাতিলের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এক বিক্ষোভকারী জানান, “আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি, সব প্রক্রিয়া মেনে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছি। এখন অন্যায়ভাবে আমাদের বাদ দেওয়া হয়েছে, আমরা ন্যায়বিচার চাই। পুলিশের কঠোর ব্যবস্থা*প্রত্যক্ষদর্শীদের মতে, প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই কর্মসূচি পুলিশের বাধার মুখে উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ চলছিল। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবস্থা নিয়েছি। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আন্দোলন আরও বেগবান হবে। তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।