মার্চ ১৬, ২০২৫
Home » সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের চেষ্টায় সংঘর্ষ, আহত ২০
image - 2025-02-08T124401.285

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

গাজীপুর: সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগর সদর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, একদল ছাত্র-জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন তাদের ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে। এরপর মোজাম্মেল হকের সমর্থকরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে মারধর করে। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ডিবির এসিপি আমির হোসেন জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, তা জানা যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *