

সাভার প্রতিনিধি
সাভার উপজেলার আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার ঘটনায় সাংবাদিক সায়েম ভূইয়ার বাবা’সহ পরিবারের নারী সদস্যসহ ৩ জন আহত হয়েছে। গত শুক্রবার (০৭ফেব্রুয়ারী) সাভার উপজেলার আশুলিয়া থানার জামগড়া মনির মার্কেট সাংবাদিকের নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই হামলাকারীর প্রধান নাম উল্লেখ করে আশুলিয়া থানায় উল্টো অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী সাংবাদিক সায়েম ভূইয়া সাভার উপজেলার করেসপন্ডেন্ট* জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন * পত্রিকার ও ঢাকা জেলার রিপোর্টার *দৈনিক বিজয় সকাল* এ কর্মরত আছেন।
সাংবাদিক সায়েম ভূইয়া জানান,আমি ও পরিবারের পুরুষ কয়েক জন রংপুর গিয়েছিলাম একটি অনুষ্ঠানে , বাসা ফাকা পেয়ে পুর্ব পরিকল্পনামতো তারা আমার অসুস্থ বাবা কে প্রথম মারধর করে এর পর আমার স্ত্রীর, ছোট ভাইয়ের স্ত্রী,ছোট ভাই, ভাগীনা ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায়, তারা গুরুত্ব আহত হয় পরে আশেপাশের লোকজন এসে তাদের কে প্রতিহত করে। হামলা কারীরা সাংবাদিক সায়েম ভূইয়ার বাসার ভাড়াটিয়া, তারা প্রতিনিয়ত স্বামী স্ত্রী ঝগড়া করলে সায়েম ভূইয়ার বাবা তাদের রুম ছেড়ে দিতে বলে এর সুত্র ধরে সায়েম ভূইয়ার বাবার উপর হামলা করে আহত ক রে,তারপর মহিলারা এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালায়, হামলা কারিরা তিনজন নারী ও এবং তার বড়ছেলে দুই নারীর স্বামীসহ আরও কয়েকজন সহযোগী। তারা যে কোন সময় আবার বড় ধরনের হামলা করতে পারে । তাই প্রশাসনের কাছে আমার ও পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।