এপ্রিল ২৭, ২০২৫
Home » কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেসা জাদুঘর পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার
Notes_250208_224047_196

দেলোয়ার হোসেন মনির, লাকসাম প্রতিনিধি

আজ শনিবার (৮ ফেব্রুযারি) দুপুর ১:০০টার দিকে লাকসাম নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ির জাদুঘরটি পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান নবাব পরিবারের উত্তরসূরি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ। পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক নবাব ফয়জুন্নেছা জাদুঘরে রক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত বৈঠকখানা, মসজিদ, কলেজ এবং ফয়জুন্নেছার কবরসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ির সীমানা ও ডাকাতিয়া নদীর সীমানার ( সি এস নকসা অনুযায়ী) অবৈধ দখলমুক্ত এবং জাদুঘরের পূর্বপাশের  গেইটে অবৈধভাবে গড়ে ওঠা দেওয়াল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়াও নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত মসজিদ সংস্কারে তিনি সহযোগিতার আশ্বাস দেন। কুমিল্লা জেলা প্রশাসকের লাকসাম নবাব বাড়ি জাদুঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, থানার

অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, জাদুঘরের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, জাফর আহমেদ, আবদুর রহিম, সেলিম চৌধুরী হিরা, আবুল কালাম, শাহ নুরুল আলম, নাজমুল হাসান, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন মনির,  কামরুজ্জামান রিয়াদ প্রমূখ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *